২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান

ষষ্ঠ অধ্যায় : পরমাণুর গঠন
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : পরমাণুর গঠন’ থেকে ১২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
(ক) ২ (খ) ৩২ (গ) ৮ (ঘ) ১৮
উত্তর : (গ) ৮
২. রাদার ফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেয়া যায় যে-
র. পরমাণু অবিভাজ্য রর.পরমাণুকে ভাঙা যায়
iii. পরমাণুর বেশির ভাগ অংশই ফাঁকা
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) iii (গ) i ও ii (ঘ) i ও iii
উত্তর : (খ) iii
নিচের বাক্যটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি ইলেকট্রন ও ৮টি নিউট্রন রয়েছে।
৩। পরমাণুটির ভরসংখ্যা কত?
(ক) ১০ (খ) ১৬ (গ) ১৮ (ঘ) ২৬
উত্তর : (গ) ১৮
৪. কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ও ৪টি নিউট্রন আছে। মৌলটির ভরসংখ্যা কত?
(ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯
উত্তর : (খ) ৭
৫. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
(ক) ৪ (খ) ১৬ (গ) ৬ (ঘ) ১২
উত্তর : (গ) ৬
৬. সর্বপ্রথম কে ক্ষুদ্রতম কণার নাম দেন ‘এটম’?
(ক) বিজ্ঞানী বোর (খ) রাদার ফোর্ড
(গ) জন ডল্টন (ঘ) ডেমোক্রিটাস
উত্তর : (খ) ডেমোক্রিটাস।
৭. গ্রিক শব্দ অ্যাটোমোস অর্থ-
(ক) কণিকা (খ) অবিভাজ্য
(গ) পরমাণু (ঘ) ক্ষুদ্রতম কণা
উত্তর : (খ) অবিভাজ্য।
৮. কার মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন?
(ক) ডাল্টন (খ) রাদার ফোর্ড
(গ) অ্যারিস্টটল (ঘ) ডেমোক্রিটাস
উত্তর : (গ) অ্যারিস্টটল।
৯. কত সালে ডাল্টন বলেন পরমাণু অবিভাজ্য?
(ক) ১৩০৮ সালে (খ) ১৮০৯ সালে
(গ) ১৮০৩ সালে (ঘ) ১৯০৩ সালে
উত্তর : (গ) ১৮০৩ সালে।
১০. কক্ষপথের ধারণা দেন কে?
(ক) রাদার ফোর্ড (খ) ডাল্টন
(গ) নিউটন (ঘ) বোর
উত্তর : (ঘ) বোর।
১১. হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত?
(ক) ১ (খ) ০ (গ) ২ (ঘ) ৩
উত্তর : (খ) ০
১২. হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?
(ক) ৩টি (খ) ২টি (গ) ৫টি (ঘ) ৪টি
উত্তর : (ক) ৩টি।


আরো সংবাদ



premium cement